মান ধরে রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের একথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর ঘোষণা দেবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, সারা দেশ থেকে বহু আবেদন জমা পড়বে এটা স্বাভাবিক। সবাইকে এমপিওভুক্ত করা যাবে না। তবে এটুকু বলতে পারি যোগ্য বিবেচিত কেউ বাদ পড়বেন না। এখন থেকে প্রতি বছর যেসব প্রতিষ্ঠান যোগ্য হবে তাদের এমপিওভুক্ত করা হবে।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে গড়ে তোলা। যারা এমপিওভুক্ত হতে পারেননি নীতিমালা প্রস্তুতের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ থাকবে।
শিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মান ধরে রাখতে হবে। যারা মান ধরে রাখতে ব্যর্থ হবেন তাদের এমপিও স্থগিত হবে। এমপিওভুক্ত তালিকায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা হতে যাচ্ছে জুলাই মাস থেকে তা কার্যকর হবে।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোন ধরনের রাজনৈতিক বা দলীয় বিবেচনায় এমপিওভুক্তি বাদ দেয়া বা অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই।
Development by: webnewsdesign.com