ব্রেকিং

x

মানুষের ভাগ্য ফেরাতে আমি জীবন দিতে প্রস্তুত : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ | ১১:৪৬ অপরাহ্ণ | 185 বার

মানুষের ভাগ্য ফেরাতে আমি জীবন দিতে প্রস্তুত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রয়োজনে বাবার মতো জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমি কক্সবাজারবাসী এবং সমগ্র বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের ভাগ্য পরিবর্তন করতে প্রয়োজনে আমি আমার বাবার মতো জীবন উৎসর্গ করব। সব বাধা অতিক্রম করে দেশবাসীর জন্য একটি সুন্দর ও উন্নত জীবনের ব্যবস্থা করে যাব।

আজ বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্ঠিত ‘উন্নয়নের নতুন জোয়ার : বদলে যাও কক্সবাজার’ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।



জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক উদযাপনের অংশ হিসেবে কক্সবাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজের অতীত স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৩০ জুলাই আমি দেশ ছেড়ে যাই। তেজগাঁও থেকে প্লেনে উঠি। তখন কামাল, জামাল, তাদের নবপরিণীতা সবাই ছিল। ফিরে এসে কাউকে পাইনি। পেয়েছি লাখো মানুষ, যারা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটে গিয়েছিল। তারাই আমার আপনজন, তারই আমার পরিবার। আপনাদের জন্যই হারানো বাবা-মার ভালোবাসা ফিরে পিয়েছি। যত বাধাই আসুক মানুষের ভাগ্য পরির্তনে কাজ করে যাব। যতক্ষণ শ্বাস আছে আপনাদের উন্নয়নে কাজ করে যাব।

তিনি বলেন, আমার বাবা মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সন্তান হিসেবে খুব অল্প সময় তাকে পেয়েছি। ডেভিড ফ্রস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ‘বাংলাদেশের মানুষকেই তিনি সবচেয়ে ভালোবাসেন।

তিনি আরো বলেন, আমাদের উন্নয়ন শুধু এক জায়গায় নয়, সারা দেশেই উন্নয়ন করছি। মেরিন ড্রাইভ কক্সবাজার থেকে মিরেরসরাই পর্যন্ত আমরা করব। এভাবে পুরো কক্সবাজারের উন্নয়ন আমরা করব। আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে যাতে হতে পারে সে ব্যবস্থা করব। কক্সবাজারকে ঘিরে উন্নয়ন আরো গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com