মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অটোবাইকে চাদর পেঁচিয়ে কুদ্দুস আলী (৪৭) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস আলী বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরদারের ছেলে। তবে তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকায় থাকেন। তিনি সিংগাইরের জয়মন্টপ থেকে সবজি কিনে ব্যবসা করতেন।
সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোবাইকে সবজি নিয়ে কুদ্দুস আলী তেঁতুলঝোড়ার উদ্দেশে রওনা হন। চালকের পাশে বসে তিনি যাচ্ছিলেন। পথিমধ্যে তার শরীরে থাকা চাদর অটোবাইকের মেশিনের সঙ্গে জড়িয়ে যায়। পরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Development by: webnewsdesign.com