বুধবার, ০৪ এপ্রিল ২০১৮ |
৩:৫২ অপরাহ্ণ | 1275 বার
কক্সবাজারের মহেশখালিতে একাত্তরের মানবতা বিরোধী মামলায় সালামত খান সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃতে¦ তিন সদস্যর আর্šÍজাতিক ট্রাইব্যুনাল, এ আদেশ দেয়। মামলার আসামীদের বিরুদ্ধে মোট ১০ টি অভিযোগ আনা হয়েছে।