মাদারীপুরের কালকিনিতে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বোমা বিস্ফোরণের হিড়িক পড়ে। ৩ শতাধিক বোমা বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন ৮ জন।
বুধবার ভোরে উপজেলার মোক্তারহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান ইউপি পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. চাঁন মিয়া শিকদারের সমর্থকদের বসতবাড়িতে মঙ্গলবার রাতের আঁধারে ঘুমন্ত অবস্থায় অতর্কিত হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থকরা।
এ নিয়ে বুধবার ভোরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষই প্রায় ৩ শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে ৮ জন কর্মী-সমর্থক আহত হন।
আহতদের কালকিনি হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে কালকিনি থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করেছে।
আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া শিকদার বলেন, বিনা কারণে স্বতন্ত্র প্রার্থী মিলন তার লোকজন দিয়ে রাতের আঁধারে আমার কর্মীদের বাড়িঘরে হামলা চালিয়েছে এবং বোমাবাজি করেছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া জানান, আমি কোনো মারামারির পক্ষে নই। চাঁন মিয়ার লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Development by: webnewsdesign.com