ব্রেকিং

x

মাদক সরবারহকারীর পেট কেটে ইয়াবা উদ্ধার

বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮ | ৪:৩০ অপরাহ্ণ | 1170 বার

মাদক সরবারহকারীর পেট কেটে ইয়াবা উদ্ধার

গতকাল দুপুরে নূরে আলম নামে এক মাদক সরবরাহকারীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পেট অপারেশন করে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বরিশাল মেডিকেল কলেজের সার্জারী বিভাগের চিকিৎসকরা অপারেশন করে পেট থেকে এ ইয়াবা উদ্ধার করেন। নূরে আলমের বাড়ী লক্ষীপুর জেলার চরসিতা গ্রামে। নূরে আলম বলেন, গত মঙ্গলবার দশ হাজার টাকার বিনিময়ে বায়ুপথে এ ইয়াবা নিয়ে লক্ষীপুর থেকে বরিশালে ,পৌঁছান। সেখান থেকে ডাক্তারের সাহায্য সেগুলো খালাস করে গন্তব্যে পৌছার আগেই খবর পেয়ে ডিবি পুলিশ নূরে আলম সহ ৬ জনকে আটক করে।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com