ব্রেকিং

x

মাদক ব্যাবসায়ীরা যত শক্তিশালীই হোক না কেন কেউ রক্ষা পাবেনা সংবাদ সম্মেলনে, প্রধান মন্ত্রী

বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮ | ৩:৪৭ অপরাহ্ণ | 1197 বার

মাদক ব্যাবসায়ীরা যত শক্তিশালীই হোক না কেন কেউ রক্ষা পাবেনা সংবাদ সম্মেলনে, প্রধান মন্ত্রী

গতকাল বিকালে গন ভবনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাঁর দুইদিনের ভারত সফর প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, দেশ মাদকে ছেয়ে গেছে,দেশের যুব সমাজ মাদকাসক্ত হয়ে তাঁদের জীবন ও ভবিষৎ ম্লান হয়ে যাচ্ছে। তাই তিনি বলিষ্ঠ কন্ঠে বলেন, মাদকের ব্যাপারে আর কোন ছাড় নয়,মাদক ব্যাবসায়ীরা যত শক্তিশালীই হোক না কেন তাদের কেউ রক্ষা পাবেনা। এমনকি মাদকের গডফাদারদেরও কোন ছাড় দেওয়া হবে না । তিনি বলেন, আমি যখন যেটা ধরি সেটা শক্ত করেই ধরি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। মাদকের মূল শেকড় উৎপাটন না হওয়া পর্য›ত অভিযান অব্যাহত থাকবে। কার আতœীয়, কার ভাই তা দেখা হবেনা । তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী অভিযানের সময়ও অনেকে সমালোচনা করেছিলো, কিন্তু সে অভিযান বন্ধ হয়নি। তদ্রুপ মাদক বিরোধী অভীযানও বন্ধ হবেনা । এ অভিযানে নিরীহ কোন লোক হয়রানীর কোন শিকার হয়নি। নিরীহ কেউ শিকার হলে ব্যাবস্থা নেওয়া হবে।সাংবাদিকদের পশ্নোত্তরে খালেদার জামিন প্রসঙ্গে ,তিনি বলেন খালেদার জামিন আদালতের বিষয়, চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। তিনি বলেন শান্তির নোবেল পাওয়ার লোভ নেই। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা চলছে, অপেক্ষা করুন। আমি কোন প্রতিদান চাইনি। ভারত সফরে সুসর্ম্পক আরও সুদৃঢ়। এবং নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৫ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com