গতকাল রংপুর পুলিশ কমিউনিটি হলে রংপুরে দুই বছর দায়িত্ব পালন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রংপুরে মাদকের সঙ্গে সম্পৃক্ততার সঙ্গে জড়িত থাকায় অভিযোগ প্রমানিত হওয়ায় এক এস আই সহ চার পুলিশ সদস্য কে চাকুরিচ্যুত ও ৩০ জন পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত ১৮ই মে মাদক বিরোধী অভীযান শুরু হওয়ার পর ৩১ শে জুলাই পর্যন্ত ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার বলেন, জেলায় কর্মরত পরিদর্শক থেকে কনষ্টেবল পর্যন্ত সকল পুলিশ সদস্যদের কড়া নজর দারীতে রাখা হয়েছে। মাদেেকর সংগে সম্পৃক্ত কোন পুলিশ সদস্য প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার বলেন, দেশে এবারই প্রথম ড্রাগ টেষ্ট করে পুলিশ কনষ্টেবলে নিয়োগ দিয়েছি। মাদক সেবনের নূন্যতম আলামত পেলে তাকে নিয়োগ দেইনি।
Development by: webnewsdesign.com