ব্রেকিং

x

মাথা ন্যাড়া করে বৃদ্ধকে ১০১ দোররা, গলায় জুতার মালা ও অর্থ দন্ড

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | ১০:০৪ অপরাহ্ণ | 159 বার

মাথা ন্যাড়া করে বৃদ্ধকে ১০১ দোররা, গলায় জুতার মালা ও অর্থ দন্ড
ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বারে ৩ শিশুর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে আব্দুল কাদের নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে ২ দফা সামাজিক সালিশে ১০১ দোররা, গলায় জুতার মালা এবং মাথা ন্যাড়াসহ ১০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে কুমিল্লা দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের আইছা গাজীর বাড়িতে। ঘটনার পর থেকে ওই বৃদ্ধ বাকরুদ্ধ এবং অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী।



স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে ৭ বছর বয়সী নাতনি সম্পর্কীয় এক শিশুকে ডেকে এনে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে আব্দুল কাদেরের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগেও ওই বৃদ্ধ একই বাড়ির ভাস্তি সম্পর্কীয় দুই শিশুর সঙ্গে একই আচরণ করেছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে গত শনিবার সামাজিকভাবে সালিশ ডাকা হয়। সালিশে একই বাড়ির চট্টগ্রামে কর্মরত পুলিশ সদস্য মো. ইউনুছ মিয়া, খুলনায় সেটেলম্যান্ট অফিসে কর্মরত আব্দুল হাকিম, কৃষক সুলতান আহমেদ, আলমগীর হোসেনের উপস্থিতিতে ওই বৃদ্ধের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা ঝুলিয়ে কান ধরে উঠবস করানো হয়।

একই সঙ্গে কাফফারা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তাকে হুজুরের মাধ্যমে শুদ্ধি করার নামে গত সোমবার আবারো সালিশ ডাকা হয়। সালিশে বারেরা মোল্লাবাড়ির ইমাম মাওলানা মো. নুরুল ইসলাম এবং বারেরা দাখিল মহিলা মাদ্রাসার সহকারী মৌলভী মো. ইব্রাহীম খলিলসহ দুই হুজুরকে ডাকা হয়।

বৈঠকে মাওলানা মো. নুরুল ইসলামের ফতোয়ায় বৃদ্ধকে ১০১ দোররা, জুতার মালা গলায় দিয়ে উপস্থিত সবার সামনে কান ধরে ক্ষমা চাওয়ার ফতোয়া জারি করেন। একই সঙ্গে ১০১ দোররা মারার দায়িত্বটা মাওলানা মো. নুরুল ইসলাম নিজ হাতে কার্যকর করেন।

সালিশদার আলমগীর হোসেন বলেন, ইসলামী শরিয়া অনুযায়ী দোররার ফতোয়ার বিষয়টি রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ এটা আমার জানা ছিল না। দোররা মারার ফতোয়া কার্যকর করার সময় মাওলানা মো. নুরুল ইসলাম ১০টি বেত একত্র করে ১০ বার বেত্রাঘাত এবং ১টি বেত দিয়ে একবার বেত্রাঘাতে ওই রায় কার্যকর করেন। তাছাড়া অভিযুক্তের স্ত্রী মিনুয়ারা বেগমকে দিয়ে মাথা ন্যাড়া করার রায় কার্যকর করা হয়। ১০ হাজার টাকা জরিমানার রায় হলেও তা এখনো কার্যকর করা হয়নি।

অপরদিকে এলাকার বিশিষ্ট সালিশদার বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক মোল্লা জানান, বিষয়টা তিনি পরে শুনেছেন, তাকে জানালে রাষ্ট্রের আইন ও মানবতাবিরোধী ফতোয়া জারি ও বাস্তবায়নের সুযোগ পেত না। অপরাধ প্রমাণ হলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে পারত। অভিযুক্ত আব্দুল কাদের ৫ ছেলে ও ৩ কন্যাসন্তানের জনক। ২ ছেলে কুরআনে হাফেজ, এক ছেলে প্রবাসী, এক ছেলে প্রতিবন্ধী, এক ছেলে বাড়িতে থেকে কৃষিকাজ করেন ও তিন কন্যারই বিয়ে হয়ে গেছে।

এ ব্যাপারে বারেরা দাখিল মহিলা মাদ্রাসার সহকারী মৌলভী মো. ইব্রাহীম খলিল বলেন, আমাকে তারা ডেকে নিয়ে গেছেন। বিষয়টি জানার পর মাওলানা মো. নুরুল ইসলাম হুজুরকে বলেছি, ফতোয়া এখন রাষ্ট্রীয় আইনবিরোধী, দোররা মারার রায় কার্যকর করা যাবে না, আর যদি ইসলামী শরিয়ামতে বিচার করতে হয়, তাহলে মুফতির নির্দেশনা লাগবে।

বারেরা মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. নুরুল ইসলাম বলেন, আমি ইসলামী শরিয়ামতে সবার উপস্থিতিতে দোররা কার্যকর করেছি এবং তওবা পড়িয়েছি।

অভিযুক্ত আব্দুল কাদেরকে জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নের জবাব দেননি, তবে মাথা ন্যাড়া করার বিষয়ে জবাব দিয়েছেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বিষয়টি আমাদের জানা নেই, কেউ অভিযোগও করে নাই, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তবে বিষয়টির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ৩:৪৩ অপরাহ্ণ
  • ৫:২৩ অপরাহ্ণ
  • ৬:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com