প্রথম বারের মতো ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এতে আনন্দের বন্যা বইছে পুরো ক্রোয়েশিয়া জুড়ে। এই আনন্দে অংশ নিতে বাদ যায়নি দেশটি মন্ত্রী পরিষদ ও । রাজধানী জাগরেবে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ বৈঠকে সবাই জাতীয় দলের জার্সি পরে হাজির হন। ফরমাল পোষাক বাদ দিয়ে জাতীয় দলের জার্সি পরা সহস্য জানতে চাইলে, ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী জেব্রাবকে ম্যারিক সাংবাদিকদের বলেন জয়ের পর পুরো বিশ্ব ক্রোয়েশিয়াকে নিয়ে কথা বলছে। এটা অবিশ্বাস্য।্ বিশ্বকাপ উত্তেজনায় যখন পুরো ক্রোয়েশিয়া কাঁপছে তখন জার্সি পরে আশাটা মোটেও বাড়াবাড়ি নয়।
Development by: webnewsdesign.com