ব্রেকিং

x

মধ্যরাতে উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, কাল ধরা যাবে ইলিশ

বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ | ১২:৩৪ অপরাহ্ণ | 579 বার

মধ্যরাতে উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, কাল ধরা যাবে ইলিশ

২২ দিন পর আগামীকাল বৃহস্পতিবার থেকে ইলিশ ধরা ও বাজারজাত করার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠেছে যাচ্ছে। রাতেই সাগরে নামার প্রস্তুতি নিয়েছে জেলেরা। সরকার মা ইলিশ রক্ষায় নদী ও সাগরের মোহনায় ৯ অক্টোবর থেকে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ইলিশ বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ রেখেছিল।

মৎস বিজ্ঞানীরা জানিয়েছেন, গত ১৩ ও ১৮ অক্টোবর মা ইলিশ বিপুল পরিমান ডিম ছেড়েছে। যা বিগত বছরের চেয়ে অনেক বেশি। এবার কারণ হিসেবে বলছেন সবাই খুব তৎপর ছিল। জেলেরাও প্রচণ্ড ত্যাগ শিকার করেছেন। যেকারণে এই সফলতা।



গতবছর ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ২২ হাজার মেট্রিক টন।

তবে নিষিদ্ধ সময়েও এক শ্রেণির জেলে ইলিশ ধরা অব্যাহত রাখেন। একইভাবে এক শ্রেণির ইলিশ ক্রেতাও ইলিশ কেনা বন্ধ রাখেনি। এই ২২ দিন চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড, মৎস্য বিভাগ ও র‌্যাবের সদস্যরা নদীতে ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালান।

জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনা নদী এলাকায় চাঁদপুরের জেলা প্রশাসন গঠিত ৫৭টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। ৯ অক্টোবর থেকে আজ ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) ইসমাইল হোসেন বলেন, ৯ বছরের মধ্যে এ বছর মা ইলিশ রক্ষায় রেকর্ড পরিমাণ অভিযান পরিচালিত হয়েছে। তারপরও কেউ কেউ ইলিশ ধরা, বিক্রি ও কেনা বন্ধ রাখেননি। এ জন্য তিনি আগামী দিনে জেলার বিভিন্ন উপজেলায়, প্রতিটি গ্রামে, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে বলে তিনি জানান।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com