ব্রেকিং

x

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কোমলমতি কিশোর হৃদয়কে বাঁচাতে এগিয়ে আসুন।

মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | ২:২২ অপরাহ্ণ | 1131 বার

দিন মজুর বাবা নুর হোসেনের কিশোর সন্তান হৃদয় (১৩) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। যে কিশোরটি আজ স্কুলে পড়াশোনা করার কথা স্কুলের বন্ধু বান্ধব নিয়ে হৈ চৈ করে হেসে খেলে চলার কথা কিন্তু নিয়তির কষাঘাতে ভাগ্যের নির্মম পরিহাস জন্মের ৩ মাস পর থেকেই হৃদয় এই কোগে আক্রান্ত হয়। ছেলেকে বাঁচাতে বিভিন্ন হাসপাতালে ছুটাছুটি করেন নূর হেসেন। সহায় সম্বল সবই শেষ করে চিকিৎসায় ব্যয় করেছেন। কিন্তু আজ নিঃস্ব হৃদয়ের জন্য ২ ফোঁটা চেখের জল ফেলা ছাড়া আর কি বা করার আছে। তাই ছেলেকে বাঁচাতে সনিবদ্ধ আবেদন জানিয়েছেন তিনি। হৃদয়কে সহায়তার ঠিকানা ও ব্যাংক নং মোঃ নূর হোসেন, হিসাব নং- ২১১-১০১-৮৮৭২ ডাচ বাংলা ব্যাংক পল্লবী শাখা ঢাকা।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৪:০৬ অপরাহ্ণ
  • ৫:৪৯ অপরাহ্ণ
  • ৭:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com