নৌকার বিরোধীতাকারীদের কমিটিতে ঠাঁই না দেওয়ার বিষয়ে নিজের শক্ত অবস্থান আবারো জানান দিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটক বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সোমবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা সর্বশেষ নির্বাচনে নৌকার বিরোধীতা করেছেন তাদের মধ্যে আমাদের প্রিয় মানুষ যতোই থাকুক আমি এবং আল মামুন সরকার তাতে সিগন্যাচার করবো না। আমার কাছে বড় প্রশ্ন হলো আপনি নৌকার পক্ষে না বিপক্ষে। আপনি পক্ষে হলে আমি আপনার সাথে আছি। জনপ্রিয়তা না থাকলে আমরা নির্বাচনে হেরে যেতে পারি। ভোট নাও দিতে পারে। সেটা ভোটারদের ব্যাপার। কিন্তু আপনি দলে থেকে, কমিটিতে থেকে নৌকার বিরোধীতা করবেন সেটা হতে পারেনা।
তিনি বলেন, নারী-পুরুষ যেই নৌকার বিরোধীতা করেছেন তাদেরকে কমিটিতে রাখা হবে না এটা নিশ্চিত। আমরা একটি মজবুত ভিত্তির উপর দাঁড়াতে চাই।
সম্মেলনকে কেন্দ্র করে দুপুর থেকেই সদর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উৎসবমূখর ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। সম্মেলনে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী হয়েছেন।
Development by: webnewsdesign.com