রবিবার, ০৮ জুলাই ২০১৮ |
৪:২৫ অপরাহ্ণ | 1098 বার
একবার ১৯৯৮ সালে ব্রাজিলকে কাঁদিয়েছিলো থিয়েরী অঁরি। গত পরশু আরও একবার অশ্রু সিক্ত ব্রাজিলিয়ানদের সান্তনা দিলেন থিয়েরী অঁরি। অঁরির বুকে কি আর করা ভাগ্যের অন্তরায় আর এগুনো গেল না অশ্রু নিয়েই ব্যাথিত হৃদয়ে বিদায় নিতে হলো তাঁকে বিশ্বকাপ থেকে।