ব্রেকিং

x

বেনাপোলে ৪ টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | ৩:২৫ অপরাহ্ণ | 1295 বার

বেনাপোলে ৪ টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে দুই কেজি ১৫৮ গ্রাম স্বর্ণের ৪টি বারসহ ইসমাইল শেখ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে তাকে আটক করা হয়।



ইসমাইল ভারতের চেন্নাইয়ের পুরাতন ওয়াসার পেনপেট থানার সাজ্জামুন্নুসামী গ্রামের সেলিম শেখের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১৪-১১৬৯) যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এসময় ৪টি (২.১৫৮ কেজি) স্বর্ণের বারসহ ইসমাইল শেখ নামের এক পাচারকারী ভারতীয় যাত্রীকে আটক করা হয়। জব্দ স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ৯২ লাখ ৭৯ হাজার ৪শ’ টাকা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেক আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪টি স্বর্ণের বারসহ আটক ওই ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৪:০৬ অপরাহ্ণ
  • ৫:৪৯ অপরাহ্ণ
  • ৭:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com