বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ |
৩:৫৯ অপরাহ্ণ | 1250 বার
বোয়িং তৈরীতে চতুর্থ প্রজন্মের এই সর্বাধুনিক উড়ো জাহাজটি ফার্ন বোরে এয়ার প্রদর্পিত হয়। শোতে ব্যবসায়ী ও জনসাধারন উড়ো জাহাজটি দেখার সুযোগ পান। এবং যুক্তরাজ্যের ফার্নবোরেতে বিশ্বের সর্ব বৃহৎ এয়ার শোতে নজর কেড়েছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার “আকাশ বীনা”।