এশিয়া কাপ জয়ের পর শ্রেষ্ঠত্বের মুকুট পরার পর আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশের নারী দল। আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দিয়ে ইতিহাস গড়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দ্বি পক্ষীয় টি টোয়েন্টি সিরিজ জয়ের সাফল্য দেখিয়েছে মেয়েরা। একটানা সাফল্যের পর সালমা রুমানারা আই সি সি, টি ,টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বেও দুর্দান্ত সাফল্য দেখিয়ে যাচ্ছেন। প্রথম পর্বের দুই ম্যাচে জয়ের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও অপ্রতিরোধ্য মেয়েরা। ফাহিমা, রুমানা ,নাহিদাদের বিধ্বংসী বোলিং এ মাত্র ৩৯ রানেই গুটিয়ে যায় আমিরাতের ,ইনিংসে। এই ম্যাচে প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেট হ্যাট্রিক করে রের্কড গড়েছেন ফাহিমা খাতুন।
Development by: webnewsdesign.com