ব্রেকিং

x

বিরুনীয়া জে.এ.কে উচ্চ বিদ্যালয় ৩৩ নং বিরুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান । ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ২:৪৮ অপরাহ্ণ | 1327 বার

ময়মনসিংহ ভালুকা উপজেলা বিরুনীয়া জে.এ.কে উচ্চ বিদ্যালয় । প্রতিষ্ঠাস্ত্রীঃ মরহুমা জমিলা আক্তার খাতুন, দাতাঃ মরহুম হাসমত আলী সরকার ও ৩৩নং বিরুনীয়া সরকারী প্রাথমিক এর যৌত উদ্যোগে ।  ৬৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান । ২০১৮ ইং । সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন সভাপতি, ম্যানেজিং কমিটি, বিরুনীয়া জে.এ.কে উচ্চ বিদ্যালয় ও সাবেক প্রধান শিক্ষক (অবঃ) বিরুনীয়া জে.এ.কে উচ্চ বিদ্যালয় । প্রধান অতিথিঃ অধ্যাপক ডাঃ এম.আমানউল্লাহ মাননীয় জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ ১৫৬ (ভালুকা-১১) সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী । উদ্বোধক – জনাব মোঃ রিদওয়ান সারোয়ার রব্বানী, চেয়ারম্যান ৫নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদ । সভাপতি – জনাব মোঃ ওমর ফারুক, সভাপতি, ম্যানেজিং কমিটি, ৩৩ নং বিরুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সদস্য, ম্যানেজিং কমিটি, বিরনীয়া জে.এ.কে উচ্চ বিদ্যালয় এবং সাবেক সভাপতি – বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৫নং বিরুনীয়া ইউনিয়ন শাখা ।  

 



 

  • সর্বকালের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ৫নং বিরুনীয়া ইউনিয়ন কমান্ড   
  • বিরুনীয়া জে.এ.কে উচ্চ বিদ্যালয় ও ৩৩নং বিরুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সকল প্রতিষ্ঠানের গভনিং বডি, ম্যানেজিং কমিটির সভাপতি সদস্য বৃন্দ
  • বিরুনীয়া ইউনিয়নের সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক / সুপার / সহকারী শিক্ষক / শিক্ষিকা বৃন্দ ।
  • বিরুনীয়া জে.এ.কে উচ্চ বিদ্যালয় ও ৩৩নংবিরুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক / অভিভাবিকা বৃন্দ ।
  • এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের ব্যক্তি বর্গ ।

 

 

ভাবনা

মোঃ মাইনুল হাসান নাদিম

ভাবনা যত মনে মনে ভাবছি বসে তাই

লেখা পড়া করবো মোরা পণ করেছি ভাই,

প্রভাতি হযে জাগবো মোরা

জ্যোৎস্না মাখা রাত ।

শিক্ষার দোয়ার খোলবো মোরা

হাতে রেখে হাত,

দিন যায় রাত যায়

সময় যায় চলে ।

প্রথম শিক্ষা শুরু হয় মায়েরি কোলে

শিক্ষা গ্রহণ করে করবো মোরা

নৈয়-নীতির কাজ,

ভবিৎতের জাতী মোরা

মাথাই সোনার তাজ ।

আলোর পথের পথিক হয়ে

গাইবো বিজয় গান,

অনেক বড় হবো মোরা

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com