মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্দোগে (২৬-২৮ফেব্রুয়ারি) ০৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।
এ বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় তাদের উদ্ভাবিত কয়েকটি প্রযুক্তির প্রদর্শনী করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জানান,আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
Development by: webnewsdesign.com