গত কয়েক মাসে বেশ কয়েকজন তারকার ডিভোর্স নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের অভিজ্ঞতা থেকে তিনি কিছু পরামর্শও দিয়েছেন তিনি।
যদিও বলা হয়ে থাকে, বিনোদন জগতের তারকাদের সংসার হলো কচুপাতার পানির মতো। টলমলে অবস্থায় থাকে। যেকোনো সময় ভেঙে যায়। অবশ্য কিছু ব্যতিক্রম উদাহরণও রয়েছে। তবে তারকাদের সংসার নিয়ে জনমনে নেতিবাচক ধারণাই বেশি।
শ্রীলেখা ফেসবুকে লেখেন, ‘যারা সম্পর্ক ভেঙে আলাদা থাকেন অথবা আলাদা থাকার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমার একটি উপদেশ রয়েছে। বিশেষত যারা বিনোদন দুনিয়ার তাদের বলি, ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে আনবেন না। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে অসম্মান করবেন না। কারণ, কোনোদিন আপনারা অনেক ভালো সময় কাটিয়েছেন। পুরোনো সম্পর্ককে সম্মান করুন। নিজের অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি।’
শ্রীলেখা মিত্র।
প্রসঙ্গত, গত মাসেই সংগীত তারকা অনুপম রায়ের বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি ডিভোর্সের গুঞ্জন উঠেছে অভিনেত্রী দেবলীনা দত্ত ও তথাগত মুখার্জির। তারাও আলাদা থাকার কথা স্বীকার করেছেন। এরও আগে বলিউড সুপারস্টার আমির খান ডিভোর্সের ঘোষণা দেন। সেটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।
Development by: webnewsdesign.com