বহু প্রতিক্ষিত বাড্ডা ইউলুপ। আজ বিকাল পাচটায় নির্মান কাজ সম্পন্ন হওয়া পর এই ইউলুপের শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। হাতির ঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক রাজউক জামার আক্তার বলেন, প্রধান মন্ত্রী মেখ হাসিনা নিজে উপস্থিত থেকে ইউলুপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে যান চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসদুজ্জামান খাঁন কামাল, গৃহায়ন ও পূর্ত মন্ত্রী ইঞ্জিঃ মোশারফ হোসেন, সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহম্মেদ, ঢাকা ১১ আসনের এমপি এ কে এম রহমত উল্লাহ, গৃহায়ন ও গনপূর্ত সচিব শহীদ উল্লাহ, রাজউক এর চেয়ারম্যান আব্দুর রহমান ও হাতির ঝিল সমন্বিত প্রকল্পের পরিচলক সাঈদ মোঃ মাসুদ। উদ্বোধন উপলক্ষ্যে রাস্তার এক পাশে তৈরী করা হয়েছে মঞ্চ। প্রধান মন্তীর উদ্বোধনের পরেই যা চলাচলের জন্য পুরোপরি খুলে দেওয়া হবে এ ইউলুপ।
Development by: webnewsdesign.com