ব্রেকিং

x

বাংলাদেশে করোনার থাবা তীব্র না হলেও আমরা শংকিত: হানিফ

শনিবার, ০৪ এপ্রিল ২০২০ | ১০:৩১ পূর্বাহ্ণ | 366 বার

বাংলাদেশে করোনার থাবা তীব্র না হলেও আমরা শংকিত: হানিফ
ছবি- অনলাইন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের মানুষ আতংকিত। কারণ ইতমধ্যে করোনাভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। ৫০ হাজারের অধিক মানুষ মারা গেছে। বাংলাদেশে করোনাভাইরাস মহামারী আকারে না আসলেও আমরা কিন্তু শংকিত আছি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, করোনাভাইরাস রোধ করার প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা, অন্যের সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনাভাইরাসের বৈশিষ্ট্য হলো এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত করা। সেই সামাজিক দূরত্ব রোধ করতে এবং এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। যাতে আমরা তা রক্ষা পেতে পারি।

এ সময় জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com