ব্রেকিং

x

বাংলাদেশকে করোনাভাইরাস পরীক্ষার কি পাঠাবে চীন

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | ৮:০৭ পূর্বাহ্ণ | 335 বার

বাংলাদেশকে করোনাভাইরাস পরীক্ষার কি পাঠাবে চীন
প্রতীকী ছবি

চীন সরকার বাংলাদেশকে করোনাভাইরাস পরীক্ষার জন্য বিপুলসংখ্যক (এ লার্জ নাম্বার) কিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে তারা মহামারি প্রতিরোধে জরুরি উপকরণও সরবরাহ করবে।

ঢাকায় চীনা দূতাবাসের স্বীকৃত বা ভেরিফায়েড ফেসবুক পাতায় এক পোস্টে এক তথ্য জানানো হয়। আজ বুধবার এ পোস্টটি দেওয়া হয়। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার চীনা দূতাবাস বিষয়টি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছে।
ফেসবুক পোস্টের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া একটি চিঠি স্ক্যান করে সংযুক্ত করা হয়। পোস্টে চীনা দূতাবাস আরও বলেছে, মহামারি রোধে চীন সব সময় বাংলাদেশের পাশে আছে এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকবে।
উল্লেখ্য, গত সোমবার পর্যন্ত হিসাবে সরকারের কাছে কিট ছিল ১ হাজার ৭৩২টি।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com