গাজীপুর জেলাধীন কালয়িাকৈর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়ীয়া ইউনিয়নের মুথাজুরী গ্রামে গতকাল ঐতয্যিবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতা উপভোগ করার উদ্দ্যোশে প্রায় দশ হাজার লোকের সমাগম হয়। প্রাধান অতথিি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালয়িাকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া ইউ,পি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, এ্যাড: কামরুল হাসান, চলচত্রি খল নায়ক আমীর সিরাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা ও পরচিালনায় ছিলেন মোক্তার মান্না। সফলতারর সাথে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষতি করা হয়।
Development by: webnewsdesign.com