বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের কাছে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবিতে ২০ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় ৫০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। দুর্ঘটনা কবলিত ওই নৌকায় শতাধিক মানুষ ছিলেন বলে উদ্ধার হওয়ারা জানিয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে নৌকা ডুবির খবর পেয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপের কোস্ট গার্ডের স্টেশন কর্মান্ডার শফিকুল ইসলাম। তিনি জানান, ট্রলারে শতাধিক যাত্রী ছিল। এখনও সাগরে ভাসমান লাশ দেখা যাচ্ছে। এজন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ট্রলার ডুবিতে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ সাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। নৌকায় কতজন ছিল তা এখন সঠিক ভাবে জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।
বিস্তারিত আসছে
Development by: webnewsdesign.com