ফেসবুকে মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতারকৃত অভিনেত্রী নওশাবার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তথ্য প্রযুক্তিতে করা মামলার রাজধানীর উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা এস আই বিকাশ কুমার পাল সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড বাতিল চেয়ে, জামিনের আবেদন করেন নওশাবার আইনজীবি।উভয় পক্ষের শুনানীর পর ঢাকা মহানগর হাকিম মো: মাজহারুল হক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাতে উত্তরা থেকে নওশাবাকে গ্রেফতার করে র্যাব -১। পরে র্যাব-১ এর ডি এ ডি মো:আমিনুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় আইসিটি আইনে মামলা করেন।
Development by: webnewsdesign.com