ব্রেকিং

x

ফুলবাড়ীয়ার গোয়ালন্দ নদীর উপর ব্রীজের দাবী দুই ধারের ভুক্ত ভোগিদের

শনিবার, ১৯ মে ২০১৮ | ২:১৪ অপরাহ্ণ | 1351 বার

মানুষের চলাচলে অসুবিধার কষ্টটা সেই বুঝেন যিনি এ সুবিধা থেকে যুগ যুগ ধরে বন্চিত। উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাশাকৈর, মনতলা এবং মোথাজুরী গ্রামের মধ্য দিয়ে গোয়ালন্দ নদী অবস্থিত।
এ তিনটি গ্রামে হাজার হাজার লোকজনের বসবাস। গোয়ালন্দ নদীর উপর কোন ব্রীজ না থাকায় এ গ্রামের জনসসাধারণ তাদের চলাচলে হাজারো অসুবিধাকে উপেক্ষা করে প্রায় বিশ কিঃমিঃ ফুলবাড়ীয়া বাজার দিয়ে ঘুরে যাতায়াত করছে। এ এলাকার জনগণ এক প্রকারের মানবেতর জীবন যাপন করছে বলে দাবী ভূক্তভোগীদের।
তাদের চাওয়ামতে গোয়ালন্দ নদীর উপর একটি ব্রীজ স্থাপন করা হলে স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবে জাথালিয়া, গোয়ালচালা, চাপুরিয়া,কোকিলারচালা,বাঘাইর,বড়চালা,শিমুলিয়া,পাগলনাথচালা,নাবিরবহর পাবুরিয়াচালা,কাচিঘাটা,নাগেরচালা,রাংগামাটিয়া,ছলংগাসহ আশপাশের হাজার হাজার জনগণ।
তাছাড়া কালিয়াকৈর-সখিপুর এ দু’টি উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সুদৃঢ় হবে বলে মত প্রকাশ করেছেন সুশীল গুণীজন। ডিজিটাল যুগে ছোট ছেলে-মেয়েরা এভাবে নদীর উপর বাঁশের সাঁকো দিয়া যাতায়াত করে তাদের শিক্ষা গ্রহণ করাকে জাতীর জন্য লজ্জাকর বিষয় বলে দাবী করছেন দুই ধারে বসবাসরত হাজারো জনগণ।
অত্র এলাকার জনগণের এমন পরিস্থিতি থেকে রেহাই দিতে পারে বাশাকৈর-মনতলা অথবা বাশাকৈর-মোথাজুরী গোয়ালন্দ নদীর উপর একটি ব্রীজই । যা সকলের প্রাণের দাবী এবং আগামী প্রজন্মের জন্য অতীব প্রয়োজন। এদিকে ফুলবাড়ীয়া–পাবুরিয়াচালা সড়কটি পাকা করণের কাজ চলছে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com