ব্রেকিং

x

ফিফার ‘বর্ষসেরা’ দল

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | ৫:১০ অপরাহ্ণ | 416 বার

ফিফার ‘বর্ষসেরা’ দল

ইতালির মিলান শহরের অপেরা হাউস লা স্কালায় বসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০১৯’ দেওয়ার অনুষ্ঠান। বর্ষসেরা কোচ, গোলরক্ষক এবং খেলোয়াড়ের পুরস্কার দেওয়ার পাশাপাশি ফিফা দলও নির্বাচন করে থাকে। সব পজিশনের সেরা খেলোয়াড় নিয়ে নির্বাচিত হয়ে থাকে এই ‘বর্ষসেরা’ দল।

মঞ্চে একে একে ফিফপ্রো একাদশের সবার নাম ঘোষণা হলে পুরস্কার নিতে ১০ জন এলেও আসেননি পর্তুগিজ উইঙ্গার রোনালদো। পুরস্কার অনুষ্ঠানেই অনুপস্থিত ছিলেন তিনি।



২০১৯ ফিফপ্রো একাদশ
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)
ডিফেন্ডার: মাথ্যিস ডি লিট (আয়াক্স/বর্তমানে জুভেন্টাস, নেদারল্যান্ডস), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ, স্পেন), মার্সেলো (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
মিডফিল্ডার: ইডেন হ্যাজার্ড (চেলসি/বর্তমানে রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া), ফ্রাঙ্কি ডি জং (আয়াক্স/বর্তমানে বার্সেলোনা, নেদারল্যান্ডস)
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি, ফ্রান্স), লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা) ও ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস, পর্তুগাল)।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com