বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করার যোগ্যতা অর্জনের লক্ষ্যে এই বিশ্বয়কর সাফল্য উদযাপন উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে সকাল ৯টায় সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া আনন্দ শোভা যাত্রা সহ, বিকাল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। জানা গেছে উন্নয়নশীল দেশ হিসাবে যোগ্যতা অর্জনের বিষয়টি জাতি সংঘ বাংলাদেশকে জানান, ১৭ই মার্চ এবং নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে, বাংলাদেশ মিশনকে সেদিন ওই স্বীকৃতিপত্র হস্তান্তরের পর মঙ্গলবার দেশে পৌছায়।
আনুষ্ঠানিকভাবে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তা হস্তান্তর করা হবে। আজ ৩৭ বৎসর পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা, বুদ্ধিমত্তা ও উন্নয়নশীল চিন্তা চেতনার বিকাশ ঘটিয়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বে নাম লেখাতে পেরেছেন বাংলাদেশকে। যার ফলশ্রুতিতে বাস্তবায়িত হচ্ছে বঙ্গব›ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।
Development by: webnewsdesign.com