ব্রেকিং

x

প্রতিনিয়ত এ মৃত্যুর জবাব কি? পরিবহনের চাপায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

সোমবার, ৩০ জুলাই ২০১৮ | ২:০৫ অপরাহ্ণ | 1004 বার

প্রতিনিয়ত এ মৃত্যুর জবাব কি? পরিবহনের চাপায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গতকাল বেলা ১২ টার দিকে ঢাকার বিমান বন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে ফুটপাতে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের দুই বাসের প্রতিযোগীতার ফলে নির্মমভাবে প্রান হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪ জন।

প্রত্যক্ষ দর্শীরা জানান এটা কোন দূর্ঘটনা নয় সরাসরি হত্যাকান্ড। নিহত দুই শিক্ষার্থী হলেন দ্বাদশ শ্রেনীর রেজাউল করিম রাজু ও একাদশ শ্রেনীর ছাত্রী দিয়া খাতুন মিমি। নিহত ছাত্রী দিয়ার বাড়ি মহাখালী দক্ষিন পাড়ায়,তার বাবার নাম জাহাঙ্গীর আলম। অন্যদিকে রেজাউল করিম রাজু দ্বিতীয় বর্ষের ছাত্র অত্যন্ত গরীবের সন্তান তিনি খালাতো ভাইয়ের বাসায় থেকে পড়াশুনা করতেন। বাবা ছিলেন লেবার ।



তিনি মারা গেছেন। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে ও দুটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং অর্ধশত পরিবহন ভাংচুর করে। আহতদের সি এম এইচ হাসপাতালে পাঠানো হয়। এ খবরে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা মৃত্য সহপাঠিদের জন্য আর্তনাদ করে কাঁদতে থাকে। ঘটনাস্থল থেকে পুলিশ বাস চালক ও হেল্পারকে গ্রেফতার করেছে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৫ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com