পিপলস চয়েস অ্যাওয়ার্ডস ২০২১–এ বাজিমাত করেছেন ডোয়াইন জনসন—দ্য রক। এবারের আসরে মেল মুভি স্টার, কমেডি মুভি স্টার–এর ট্রফি ঘরে তুলেছেন। আর পিপলস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের সম্মাননা তো ছিলই।
গতকাল মঙ্গলবার রাতে আলো ছড়িয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সও। ‘ব্ল্যাক উইডো’ দিয়ে স্কারলেট জোহানসন, ‘শাং–চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস’ দিয়ে সিমু লিউ এবং ‘লোকি’ দিয়ে টম হিডলস্টন পুরস্কার পেয়েছেন।
ভক্তদের ভোটে পুরস্কার দেওয়া হয় এই অনুষ্ঠানে। মুভি, টেলিভিশন, সংগীত ও পপ সংস্কৃতি নিয়ে মোট ৪০টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনে মিউজিক আইকন অ্যাওয়ার্ড ক্রিস্টিনা আগুইলেরাকে, পিপলস আইকন অ্যাওয়ার্ড হ্যালি বেরিকে এবং ফ্যাশন আইকন আওয়ার্ডে ভূষিত করা হয় কিম কার্ডাশিয়ানকে।

এবারের আয়োজনে পিপলস আইকন অ্যাওয়ার্ড ভূষিত করা হয় হ্যালি বেরিকে এএফপি
পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস–মুভিকেন্দ্রিক পুরস্কারের তালিকা
দ্য মুভি অব ২০২১: ব্ল্যাক উইডো
দ্য কমেডি মুভি অব ২০২১: ফ্রি গাই
দ্য অ্যাকশন মুভি অব ২০২১: শাং–চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস
দ্য ড্রামা মুভি অব ২০২১: ক্রুয়েলা
দ্য ফ্যামিলি মুভি অব ২০২১: লুকা
দ্য মেল মুভি স্টার অব ২০২১: ডোয়াইন জনসন (জাঙ্গল ক্রুজ)
দ্য ফিমেল মুভি স্টার অব ২০২১: স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো)
দ্য ড্রামা মুভি স্টার অব ২০২১: কেভিন হার্ট (ফাদারহুড)
দ্য কমেডি মুভি স্টার অব ২০২১: ডোয়াইন জনসন (জাঙ্গল ক্রুজ)
দ্য অ্যাকশন মুভি স্টার অব ২০২১: সিমু লিউ (শাং–চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস)
গতকাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় এই পুরস্কার দেওয়া হয়।
Development by: webnewsdesign.com