ব্রেকিং

x

পাহাড়ে সন্ত্রাসীদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ | ৮:৪২ অপরাহ্ণ | 569 বার

পাহাড়ে সন্ত্রাসীদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পাহাড়ে সন্ত্রাসীদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে।’ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে যা যা করণীয় তার সবটুকুই করবে সরকার।’



তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে শান্তি চুক্তি করেছিলেন। এ চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ে শান্তির যে সুবাতাস আনা হয়েছে, কতিপয় সন্ত্রাসী সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে, সেটি কখনোই হতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে অশান্তি সৃষ্টিকারীদের নির্মূল করা হবে।’

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সভাপতিত্ব করেন। এতে তিন পার্বত্য জেলার প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসস্তী চাকমা, বাংলাদেশ পুলিশের আইজিপি মো. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহাম্মেদ, বিজিবি’র মহা-পরিচালক মেজর জেনারেল সাফিনুর ইসলাম, আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদসহ স্থানীয় কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৪:০৬ অপরাহ্ণ
  • ৫:৪৯ অপরাহ্ণ
  • ৭:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com