যশোরের শার্শা উপজেলার বাগ আঁচড়া গ্রমে পশুর হাটের তুতু মিয়ার খাটাল থেকে ৯ টি জেব্রা উদ্ধার করেছে ডিবি পুলিশ। স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে ডিবি পুলিশ তুতু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে, ভারতে পাচারের উদ্দ্যেশে রাখা জেব্রাগুলো উদ্ধার করে।
যশোর ডিবি পুলিশের উপÑপরিদর্শক মুরাদ হোসেন জানান উদ্ধার করা জেব্রাগুলোর মালিক পাওয়া যায়নি। তবে ঢাকা থেকে কার্টুনে করে ১০ টি জেব্রা এনে খাটালে রাখা হয়েছিল। এর মধ্যে একটি জেব্রা মারা যাবার পর বিষয়টি জানাজানি হয়ে যায়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানান,৯ টি জীবিত ও একটি মৃত জেব্রা উদ্ধার করা হয়েছে।
এগুলো আদালতের মাধ্যমে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। গতকাল পুলিশের মাধ্যমে আদালতে এ ব্যাপারে আবেদন করা হয়। যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: শাহজাহান আলী জেব্রাগুলোকে খুলনা বনবিভাগের কাছে হস্তান্তর করেত নিদের্শ দেন ।
Development by: webnewsdesign.com