ব্রেকিং

x

পাকিস্তানে তালেবানের হামলা, পুলিশ সদস্য নিহত

রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | ৭:৫৮ অপরাহ্ণ | 118 বার

পাকিস্তানে তালেবানের হামলা, পুলিশ সদস্য নিহত
প্রতীকি ছবি।

পাকিস্তানে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তালেবান। গতকাল শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের তাঙ্ক জেলায় এই ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই ঘটনার দায় স্বীকার করেছে। এক মাস আগে আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যস্থতায় পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল টিটিপি। এরপর গত শুক্রবার এই যুদ্ধবিরতি ভাঙার ঘোষণা দেয় তারা। ওই দিন তালেবানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, পাকিস্তান সরকার এই যুদ্ধবিরতি মানছে না। এরপরই এমন ঘটনা ঘটল।



কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, টিকা কর্মসূচির মুখপাত্র আইমাল খান জানিয়েছেন, সেখানে পাঁচ দিন ধরে পোলিও টিকা কর্মসূচি শুরু হয়েছে। ৬৫ লাখ শিশুকে টিকা দিতে এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি শুরুর দ্বিতীয় দিনে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হলো।

পুলিশের কর্মকর্তা সাজ্জাদ আহমেদ বলেন, তাঙ্ক জেলার চাড্ডারাহ এলাকায় পোলিও টিকাদানকর্মীদের পাহাড়ে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় মোটরসাইকেল থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মোটরসাইকেলে দুই আরোহী ছিলেন। এতে ঘটনাস্থলেই পুলিশের এক সদস্য প্রাণ হারান। আরেকজন গুরুতর আহত হয়েছেন। তবে টিকাদান কর্মীদের কেউ হতাহত হননি।

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, এক মাস আগে পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির যুদ্ধবিরতি চুক্তি হয়। এই চুক্তি হওয়ার পরই দুই পক্ষ আলোচনায় বসেছিল। এই চুক্তির মেয়াদ ছিল গত বৃহস্পতিবার পর্যন্ত। ধারণা করা হচ্ছিল, এই চুক্তির মেয়াদ বাড়বে। কিন্তু তালেবান শক্রবার ঘোষণা দেয়, এই চুক্তির মেয়াদ আর বাড়ছে না। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, প্রতিশ্রুতি অনুযায়ী ১০০–এর বেশি বন্দীকে মুক্তি দেয়নি পাকিস্তান সরকার। এ ছাড়া দুই পক্ষের মধ্যে আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়ার কথা ছিল। সেই পদক্ষেপও নেওয়া হয়নি।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com