ব্রেকিং

x

পতেঙ্গায় কিশোরীর লাশ শরীরে আঘাতের চিহ্ন

বৃহস্পতিবার, ০৩ মে ২০১৮ | ৪:১০ অপরাহ্ণ | 1185 বার

পতেঙ্গায় কিশোরীর লাশ শরীরে আঘাতের চিহ্ন

কর্ণফুলী নদীর তীর থেকে তাসফিয়া আমিন নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছ পুলিশ। গতকাল সকালে পতেঙ্গা থানাধীন ১৮ নম্বর ঘাট এলাকার নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তাসফিয়া নগরীর পাঁচলাইশ এলাকার মোঃ আমিনের মেয়ে। পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ আবুল কাশেম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ধারণা করা হচ্ছে তাকে হত্যার আগে বিষ প্রয়োগ করা হয়। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার বিকালে কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয় তাসফিয়া। এরপর থেকে সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বুধবর লাশ উদ্ধার করার পর পরিবার তার লাশ শনাক্ত করে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com