ব্রেকিং

x

নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে বাড্ডা ইউলুপ উদ্বোধনী অনুষ্ঠানেঃ প্রধান মন্ত্রী

রবিবার, ২৯ জুলাই ২০১৮ | ২:৫২ অপরাহ্ণ | 1059 বার

নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে  বাড্ডা ইউলুপ উদ্বোধনী অনুষ্ঠানেঃ প্রধান মন্ত্রী

গতকাল বিকালে রাজধানীর হাতির ঝিল উত্তর মেরুল বাড্ডা ইউলুপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান মন্ত্রী মেখ হাসিনা বলেছেন নৌকায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না। দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। নৌকায় ভোট দিয়ে মাতৃভাষায় কথা বলার সুযোগ পেয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন সহ দেশের অগ্রযাত্রা ত্বরান্নিত হচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ঢাকা শহরকে ঘিরে একটি এলিভেটেড রিং রোড নির্মান করা হবে। এত যান চলাচল সহজ হবে। এ ছাড়া ঢাকার আশেপাশে যে সব নদ নদী আছে সেটা ঘিরে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। সকল উন্নয়নের পাশাপাশি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিন এশিয়ার মধ্যে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com