অপরাধ শাস্তি
১। গাড়ী দিয়ে মানুষ হত্যা ৩০২ ধারায় মৃত্যুদন্ড
২। গাড়ী দিয়ে আহত হলে ৩০৪ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ড
৩। বেপরোয়া গাড়ী চালিয়ে দুর্ঘটনা হলে ৩ বছরের সশ্রম কারাদন্ড|
৪। গাড়ী পাল্লা দিয়ে দুর্ঘটনা হলে ৩ বছরের কারাদন্ড কিংবা ২৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ড।
৫। দুর্ঘটনায় না পড়লেও বেপরোয়াভাবে গাড়ী চালালে ২ বছর কারাদন্ড কিংবা ২ লাখ টাকা জরিমানা।
৬। ফিটনেস বিহীন গাড়ী রাস্তায় নামালে ১ বছর জেল অথবা ১ লাখ টাকা জরিমানা।
৭। চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে অনধিক ৬ মাসের কারাদন্ড কিংবা ৬০ হাজার টাকা জরিমানা এবং এক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স এ ১১ টি বিশেষ পয়েন্ট যুক্ত করা হয়েছে। চালকদের বিভিন্ন অপরাধে এই পয়েন্ট গুলো কমতে থাকবে।
( উদাহরন ঃ মটরযানের গতিসীমা নিয়ন্ত্রন না করলে ১ পয়েন্ট কাটা যাবে।)
এইভাবে একসময় পয়েন্ট শূন্য হয়ে সক্রিয়ভাবে উক্ত চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে।
Development by: webnewsdesign.com