দেশ বরেন্য, জন নন্দিত, প্রয়াত চিত্র নায়ক মান্নার প্রযোজিত প্রতিষ্ঠান “কৃতাঞ্জলী কথাচিত্র” নতুন ছবি নির্মান করতে যাচ্ছে। আগামী ২৩শে জুলাই নতুন ছবির ঘোষনা দেখেন তাঁর স্ত্রী শেলী মান্না। ছবির নাম “জ্যাম” বহুদিন পর ছবি প্রযোজনা সম্পর্কে শেলী মান্না বলেন, ১০ বছর পর নতুন ছবি নির্মান করতে যাচ্ছে “কৃতাঞ্জলী কথাচিত্র” এই ব্যানারে সর্বশেষ নির্মিত হয়ে ছিল এফ আই মানিক পরিচালিত “পিতা মাতার আমানত”। তিনি ভারাক্রান্ত হৃদয়ে বলেন ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মরহুম মান্নার “কৃতাঞ্জলী কথাচিত্রের” নির্মিত ব্যাবসা সফল ছবি লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধু এক স্বামী, মনের সাথে যুদ্ধ ও ,মান্না ভাই।
Development by: webnewsdesign.com