ব্রেকিং

x

ধোঁকা বাজির ফাঁদ রূপচর্চ্চা নামে বেপরোয়া পারলার ব্যবসা

মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | ২:১৭ অপরাহ্ণ | 1149 বার

ধোঁকা বাজির ফাঁদ রূপচর্চ্চা নামে বেপরোয়া পারলার ব্যবসা

ঢাকা মহানগরী সহ বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অসংখ্য বিউটি পারলার। এখানে সৌন্দর্য্য চর্চ্চার নামে লাগামহীন সেবামূল্য ও নিম্ন মানের পন্য ব্যবহার করে উচ্চমানের পন্য ব্যবহার করার নাম করে হাতিয়ে নিছে মোটা অংকের সেবা মূল্য। এদের এ পন্যের কোন নীতিমালা নেই বা ভাল, মন্দ বিচার করার মত কোন ব্যবস্থা নেই। এমনি কিছু ঘটনা পরিলক্ষিত হয় শাহরিন হাসান, ধানমন্ডিতে অবস্থিত ফারজানা শাকিল মেকওভার সেলনে যান চুলের প্রোটিন ট্রিটমেন্ট করাতে। পারলারের কর্মীরা প্রথমে তাকে জানান এ সেবার মূল্য ৮০০ টাকা। কিন্তু সেবা গ্রহনের পর দেখা গেল উল্টোটা বিল দিতে গিয়ে জানতে পারেন তার বিল হয়েছে ১৬০০ টাকা। কারন জানতে চাইলে সেবা কর্মীরা জানান তাঁর চুল একটু লম্বা ও বড় হওয়ার কারনে সেবা মূল্যের সংগে আরো ৮০০ টাকা যোগ করা হয়েছে, যা সেবার পূর্বে শাহরিনাকে জানানো হয়নি। এভাবে গ্রাহক ঠকিয়ে ধোকাবাজী দিয়ে অতিরিক্ত সেবা মূল্য আদায়ের কারনে তিনি পারলারে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। এভাবে পারলার গুলিতে কোন নীতিমালা না থাকার কারনে বিভিন্ন কারন দেখিয়ে অতিরিক্ত সেবা মূল্য আদায়ের প্রবনতা আছে। অন্য দিকে দক্ষ সেবা কর্মী দিয়ে সেবা দেবার কথা থাকলেও বাস্তবে অদক্ষ কর্মী দিয়ে সেবা প্রদান করা হয়। এভাবে ঢাকা সহ বিভিন্ন জায়গায় রূপচর্চার নামে পারলার খুলে গ্রাতকদর টকিয়ে রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে পারলার ব্যবসায়ীরা।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com