ব্রেকিং

x

ধর্মের টানে এবার অভিনয় ছাড়লেন আনাঘা ভোঁসলে

শনিবার, ২৬ মার্চ ২০২২ | ১০:৫৬ অপরাহ্ণ | 226 বার

ধর্মের টানে এবার অভিনয় ছাড়লেন আনাঘা ভোঁসলে
আনাঘা ভোঁসলে। ছবি: সংগৃহীত

ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই বছর আগে অভিনয়কে বিদায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম। তাছাড়া বলিউডের আরেক অভিনেত্রী সানা খানও এখন ধর্মীয় কাজ ও সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন। এবার সেই দলে যোগ দিলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী আনাঘা ভোঁসলে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘোষণা দিয়ে তিনি সবাইকে জানিয়ে তিনি অভিনয় থেকে বিদায় নিলেন।



anaga vosle

আনাঘা ভোঁসলে। ছবি: সংগৃহীত

‘সিনেমার উন্নয়নে ভালোমানের একটি ফেস্টিভ্যালের গুরুত্ব অনেক’ ‘সিনেমার উন্নয়নে ভালোমানের একটি ফেস্টিভ্যালের গুরুত্ব অনেক’
ইনস্টাগ্রামে তিনি বলেন, মূলত ধর্ম পালনের জন্যই আমি অভিনয় থেকে বিদায় নিলাম। এখন থেকে নিয়মিত ঈশ্বরের সেবায় নিজেকে সামিল করব। আমি অনেক কৃতজ্ঞ, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা সবসময় পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি আশা করি আপনারাও ধর্ম ও ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ করবেন। এই বলে আমি চিরদিনের জন্য অভিনয়কে বিদায় জানালাম। আপনারা সবাই আমার এই নতুন সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করবেন।

এ ছাড়াও তিনি আরও নানা কথাই বলেছেন। তবে ঠিক কী কারণে অভিনয় ছাড়লেন তা পরিস্কার করে বলেননি। কিন্তু তার ভক্তরা বিষয়টি মেনে নিয়েছেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com