ব্রেকিং

x

দেশ থেকে মাদক নির্মূল করতে বিশেষ আদালত ,চায় র‌্যাব ,মাদকের গডফাদারদের ছিন্ন ভিন্ন করে দেবঃ র‌্যাবের ডিজি

সোমবার, ৩০ জুলাই ২০১৮ | ৪:০১ অপরাহ্ণ | 1021 বার

দেশ থেকে মাদক নির্মূল করতে বিশেষ আদালত ,চায় র‌্যাব ,মাদকের গডফাদারদের ছিন্ন ভিন্ন করে দেবঃ র‌্যাবের ডিজি

গতকাল রাজধানীর প্যান প্যসিফিক হোটেল সোনার গাঁও এ ”মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে প্রনীত আ্যাকশন প্ল্যান বাস্তবায়ন” শীর্ষক কর্মশালায় র‌্যাবের ডিজি বেনজির আহমেদ বলেন, দেশে মাদকের ভয়াবহ আগ্রাসন চলছে। দেশ থেকে মাদকের ভয়াবহ আগ্রাসন নির্মূল করা হবে।

আমার জানামতে অনেক জায়গায় মাদকের আগ্রাসন থাকা সত্বেও স্থানীয় সাংবাদিকরা তা নিয়ে লেখেন না। তাঁরা কি ভয় পান? আমি আশ্বাস দিয়ে বলতে চাই মাদকের গডফাদারদের ছিন্ন ভিন্ন করে দিবো।



সাংবাদিকতায় একটি নীতি নৈতিকতার বিষয় আছে। সেই নীতি নৈতিকতা ও দায়বদ্ধতা নিয়ে আপনাদের মাদকের বিরুদ্ধে লিখতে হবে। যে ভাবে দেশকে জঙ্গী মুক্ত করেছি সেভাবেই মাদক মুক্ত করবো। র‌্যাবের ডিজি বলেন, মাদকের মামলায় আটক আসামীদের জন্য আলাদা বিশেষ কারাগার স্থাপন করা হবে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ৩:৪৩ অপরাহ্ণ
  • ৫:২৩ অপরাহ্ণ
  • ৬:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com