স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের কোথাও সন্ত্রাস ও চাঁদাবাজদের জায়গা নেই। আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ শক্তিশালী ও তৎপর।
শনিবার (২৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আফতাব নগরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ১২ বছর আগে পুলিশের যে অবস্থা ছিল এখন আর সেই অবস্থায় তারা নেই। বর্তমানে পুলিশি ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এখনকার পুলিশ সদস্যরা অনেক দক্ষ ও শক্তিশালী। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা সক্ষম।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছরে দেশকে শূন্য থেকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিতে কাজ করছি। সরকার নানান উদ্যোগের ফলে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখতে হবে।
Development by: webnewsdesign.com