রাজধানীর থার্টি ফাস্ট নাইটে বাড়ির ছাদসহ যে কোনো খোলা জায়গায় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম।
সোমবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
এছাড়া রাজধানীর গুলশান, বারিধারা ও হাতিঝিল এলাকায় রাত ৮টার পর কাউকে ঢুকতে দেয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশও কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গত বুধবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। থার্টি ফাস্ট নাইটে রাত আটটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী বারিধারায় এলাকায় বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না বলেও জানান মন্ত্রী।
Development by: webnewsdesign.com