ব্রেকিং

x

তাপমাত্রা ৯৯ ডিগ্রি থাকলে যাত্রীর ফ্লাইট বাতিল

বুধবার, ১৩ মে ২০২০ | ৬:২৭ অপরাহ্ণ | 388 বার

তাপমাত্রা ৯৯ ডিগ্রি থাকলে যাত্রীর ফ্লাইট বাতিল

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সঙ্গে ১৭টি আন্তর্জাতিক রুটসহ অভ্যন্তরীণ সব রুটে অনেকদিন যাবৎ বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী ফ্লাইট। তবে বুধবার বেসামরিক বিমান চলাচল বেবিচক) কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের নির্দেশে আগামী শনিবার পর্যন্ত প্রায় দেড়মাসের বেশি সময় যাবৎ বন্ধ রাখা হয় এ ফ্লাইট। তারপরও করোনাকে প্রতিরোধ করে ফ্লাইট চালুর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ফ্লাইট চালু হলেও কঠোর বিধিবিধান মানতে হবে যাত্রী, বিমান সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে। ফ্লাইটে ওঠার আগে কোনো যাত্রীর গায়ের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি থাকলে তার যাত্রা বাতিল হবে।

এ বিষয়ে বেবিচক কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম. মফিদুর রহমান সমকালকে বলেন, দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। তারপরও করোনাকে প্রতিরোধ করে ফ্লাইট চালুর সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্লাইট চালু হলেও কঠোর বিধিবিধান মানতে হবে যাত্রী, বিমান সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে। তবে ফ্লাইটে ওঠার আগে কোনো যাত্রীর গায়ের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি হলে বাতিল হবে তার যাত্রা।

বেবিচকের এ চেয়ারম্যান আরও বলেন, এ বিষয়ে এরইমধ্যে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) এর ওয়েবসাইটে এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। এ সার্কুলারে ভবিষ্যতে করোনাভাইরাস মোকাবিলা করে নিরাপদে বিমান চলাচল করতে যাত্রী, বিমানবন্দর, বিমান সংস্থাসহ সংশ্লিষ্টদের ৩৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে ভবিষ্যতে বিমান চলাচলের জন্য এই গাইডলাইন তৈরি করা হয়েছে। এ কথা জানিয়ে বেবিচকের এ চেয়ারম্যান আরও বলেন, বিমানযাত্রীদের এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একইভাবে বিমান সংস্থা, বিমানবন্দরসহ সবাইকে এটি মানতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাত্রীবাহী ফ্লাইট চালু হলে বিমানবন্দরের টার্মিনালে একাধিক ফ্লাইটের যাত্রীরা একসঙ্গে থাকতে পরবেন না। প্রতিটি ফ্লাইটে ওঠার আগে যাত্রীদের বোর্ডিং পাস নেওয়ার পর নির্ধারিত এলাকার মধ্যে থাকতে হবে। সবাইকে মাস্ক ও গ্লাভস পরতে হবে। বিমানবন্দরে আসার আগে এগুলো পরে আসতে হবে। টার্মিনালে ঢোকার পর যাত্রীরা যে বিমানে করে যাবেন, তারাই নতুন গ্লাভস, মাস্ক দেবে। নতুন মাস্ক ও গ্লাভস পরে ফ্লাইটে ওঠার সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষাও করা হবে।

বেবিচকের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্যবিষয়ক একটি ফরম পূরণ করতে দেওয়া হবে। এই ফরমে যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, জন্মতারিখ, বর্তমান ঠিকানা, এয়ারলাইনসের নাম, ফ্লাইট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, শরীরের তাপমাত্রা, মোবাইল ও ই-মেইল নম্বর পূরণ করতে হবে। একইসঙ্গে ফরমে তিনটি প্রশ্নে হ্যাঁ’ অথবা ‘না’ টিক দিয়ে উত্তর দিতে হবে। এক নম্বর প্রশ্নে থাকবে, ‘আপনার (যাত্রী) কি জ্বর বা কফ হচ্ছে?’ দ্বিতীয় প্রশ্নে থাকবে, ‘আপনার কি জ্বর এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে?’ এবং তৃতীয় প্রশ্নে থাকবে, গত ১৪ দিনে কোভিড-১৯ বা এই রোগের কোনো উপসর্গ থাকার কারণে আপনাকে কোনো বিমানবন্দরে বোর্ডিং থেকে ফেরত পাঠানো হয়েছে কি না।

এসব প্রশ্নের যে কোনো একটির উত্তর ‘হ্যাঁ’ হলে সেই যাত্রীকে আর ফ্লাইটে উঠতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি অনুযায়ী ওই যাত্রীকে পরবর্তী চিকিৎসা নিতে হবে। তবে এ তিনটি প্রশ্নের উত্তর ‘না’ হলেও যাত্রীর শরীরের তাপমাত্রা মাপা হবে। এ ক্ষেত্রে কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে তাকে আর ফ্লাইটে উঠতে দেওয়া হবে না।

এ ব্যপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থপনা পরিচালক এমডি মো. মোকাব্বির হোসেন সমকালকে বলেন, বিমান চলাচলের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে বেসামরিক বিমান চলাচল বেবিচক) কর্তৃপক্ষের উপর। বেবিচকের নির্দেশনা অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত প্রায় দেড়মাসের বেশি সময় আন্তর্জাতিক ১৭টি রুটসহ অভ্যন্তরীণ সব রুটে বন্ধ আছে বিমানের যাত্রীবাহী ফ্লাইট। বেবিচকের অনুমতি পাওয়া গেলেও আবার চালু হবে যাত্রীবাহী ফ্লাইট। ফ্লাইট চালুর ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি রয়েছে বিমানের বলেও আরও জানান জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থার প্রধান (এমডি)।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com