বহিরাগত বা পর্যটকরা আগ্রার তাজমহল কমপ্লেক্সের ভিতরে অবস্থিত মমতাজ মসজিদে গিয়ে আর জুমার নামাজ আদায় করতে পারবেনা। শুধু মাত্র স্থানীয় মুসুল্লীরাই তাদের সচিত্র পরিচয় পত্র নিয়ে সেখানে নামাজ আদায় করতে পারবে। ভারতের সুপ্রিম র্কোট এ রায় দিযেছে। গত কাল শীর্ষ আদলতের বিচারপতি একে সিক্রি এবং শোক ভূষনের বেঞ্চ প্রশ্ন তোলে বহিরাগতরা কেন তাজ মহলের ভিতরে গিয়ে নামাজ আদায় করবেন। বেঞ্চ আরও জানায় বিশ্বের অতি আশ্চর্যের অন্যতম হলো এই তাজ মহল। তাজমহলের বাইরে অনেক মসজিদ আছে চাইলে সেখানে গিযে তারা নামাজ আদায় করতে পারেন। প্রতি শুক্রবারে বাংলাদেশী সহ ৩ নং-ভারতীয় অন্যরাজ্রের লোক তাজে প্রবেশ করার অভিযোগে তাজ মহলের সুরক্ষার কারন দেখিয়ে, চলতি বছরের ২৪শে জানুয়ারী একটি আদেশ জারি করেন স্থানীয় জেলা প্রশাসন।
Development by: webnewsdesign.com