ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন ২০১৮ নির্বাচিত হয়েছেন আবু জাফর সূর্য । তিনি সাজ্জাদ আলম খান তপু প্যানেল থেকে ৭১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন । কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী প্যানেল থেকে ৫৪৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সোহেল হায়দার চৌধুরী।
সহ-সভাপতি পদে ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন, সাংগঠনিক পদে ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামা
ন উজ্জ্বল, কোষাধ্যক্ষ পদে ৯২৬ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উম্মুল ওয়ারা সুইটি, প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদ ৭০৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম মাসুদ ঢালি ৬৭৩, জনকল্যাণ সম্পাদক ফারহানা মিলি ৫৬৯ ভোট , দফতর সম্পাদক আমির মোহাম্মদ জুয়েল ৬১৬ ভোট পেয়েছেন।
সদস্য: ১. সলিম উল্লাহ সেলিম ২. গোলাম মোস্তফা ধ্রুব ৩.মহিউদ্দিন পলাশ ৪. শাহনাজ পারভিন ৫. শাকিলা পারভিন ৬. জাহিদা পারভেজ ছন্দা ৭. ইবরাহিম খলিল খোকন ৮. এ এম শাহজাহান মিয়া ৯. অজিত কুমার মহালদার
গত ২৮ ফেব্রুয়ারি ২০১৮ইং জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম বভনে নির্বাচনের ভোট গ্রহণের আয়োজন করা হয়। বিকাল ৫ ঘটিকার পর্য ন্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যরা তাদের নিজস্ব প্রার্থীদের ভোট দেন। সারা দিন ভোট শান্তিপূর্ণভাবে দেন সংশিষ্ট্য সদস্যরা। কিন্তু ৩/৪ জনকে ঝাল ভোট দেওয়ার সময় তাদের বাধা দেয় নির্বাচনে দায়িত্ব পালনকারীরা। বিকাল ৫ ঘটিকার সময় ভোট গ্রহণ শেষে ভোট গ্রহণ শুরু হয়।ভোট গনণা শেষ হয় রাত ৯ ঘটিকার সময়। কিন্তু ভোট গণনা শেষে ঘোষণাকৃত সভাপতি ও সাধারণ সম্পাদক এগিয়ে থাকায় , নির্বাচনের ঘোষণা নিয়ে তালবাহানা শুরু হয়। তাল বাহানা করতে করতে রাত ১২ ঘটিকার সময় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।