ব্রেকিং

x

ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ গার্মেন্টস কর্মী শার্শার হাসিনার! হতাশ পরিবার বর্গ

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | ৩:২৯ অপরাহ্ণ | 1352 বার

ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ গার্মেন্টস কর্মী শার্শার হাসিনার! হতাশ পরিবার বর্গ
বাপের ভিটায় ফেরার পথে ৩ সন্তানের জননী গার্মেন্টস কর্মী হাসিনা বেগম (৩৫) নিখোজ হয়েছে।তাকে কোথাও খুঁজে না পেয়ে হাসিনার বাপের বাড়ীর লোকজন পাগলের মত  এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে।
হাসিনা বেগম লক্ষীপুর জেলার রাইপুর উপজেলার বুরছর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মিজানুর রহমান মন্তরের স্ত্রী এবং যশোর জেলার শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা এলাকার মৃত বাবর আলীর মেয়ে।
কান্নাজড়িত কন্ঠে হাসিনার হতদরিদ্র ভাই ভ্যানচালক রমজান আলী জানান, গত ২২ শে ফেব্রুয়ারি স্বামী মন্তর আলী,মা তহমিনা ও ৪ বছরের শিশুকন্যা আয়েশাকে নিয়ে ঢাকা থেকে পরিবহন/গাড়ী যোগে তাদের বাড়ীর  উদ্দেশ্যে রওনা হয়।পথিমধ্যে আরিচা ফেরী ঘাটে পৌছালে  বোন হাসিনাকে নিয়ে ভগ্নিপতি মন্তর গাড়ী থেকে নিচে নামার নাম করে উধাও হয়ে যায়।সেইথেকে বিভিন্ন স্হানে বহু খোঁজাখুজি করেও তার কোন সন্ধান করতে পারেনি।এদিকে ভগ্নিপতি মন্তরের সাথ যোগাযোগ করলে সে কিছুই জানেনা বলে জানান।
অপরপক্ষে হাসিনার মা তাহমিনা খাতুন জানান, স্বামীর সাথে হাসিনা একসাথে বাস থেকে নেমে যায়।আর বাসে ফিরে আসেনি।তিনি আরো জানান,হাসিনার উপর অত্যাধিক শাররীক ও মানসিক নির্যাতনের কারনে বর্তমানে মানসিক ভারসাম্যহীন ও মস্তিষ্ক বিকৃত আছে।
হাসিনাকে কোথায় খুঁজে না পেয়ে পিতার হতদরিদ্র পরিবারের লোকজন ও শিশুকন্যা আয়েশা পাগলের মত হয়ে গেছে।
তাকে খুঁজে পেতে বিভিন্ন স্হানে ব্যাপক প্র্রচার প্রসার চালাচ্ছে ।
এমতাবস্থায় হাসিনাকে খুঁজে পেতে ভ্যানচালক ভাই রমজান আলী নিন্ম ঠিকানায় যোগাযোগ করতে সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com