ব্রেকিং

x

ডাক্তার পুলিশসহ সড়কে একই পরিবারের ছয় সদস্য নিহত

সোমবার, ০৬ জানুয়ারি ২০২০ | ২:০৭ অপরাহ্ণ | 354 বার

ডাক্তার পুলিশসহ সড়কে একই পরিবারের ছয় সদস্য নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন এক নারী। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম হাদী, তাঁর মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, স্বজন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন।



অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুজ্জামান বলেন, ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে ঢাকা-সুনামগঞ্জ রুটে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস যাচ্ছিল খুলনায়। মল্লিকপুরের করিমপুর ব্রিজসংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের ছয়জন। আহত হন এক নারী যাত্রী। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গতকাল রবিবার রাত থেকে ঘন কুয়াশা পড়ছে। এটি দুর্ঘটনার একটি বড় কারণ।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com