ব্রেকিং

x

টেকনাফ-সেন্ট মার্টিন মঙ্গলবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ | ১০:০১ অপরাহ্ণ | 119 বার

টেকনাফ-সেন্ট মার্টিন মঙ্গলবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
নীল জলরাশিঘেরা সেন্ট মার্টিন। শীতে হাজারো পর্যটক এই জলরাশি দেখতে আসে

দীর্ঘদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে পরীক্ষামূলক পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনকে পর্যটক পরিবহনের পাশাপাশি চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাগর উত্তাল হওয়ার পাশাপাশি কালবৈশাখীর আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে চলতি বছরের ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্ট মার্টিন ও সেন্ট মার্টিন-কক্সবাজার দুটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় স্থানীয় জেলা প্রশাসন। ওই সময় এ দুটি নৌপথে ১০টি জাহাজ চলাচল করেছিল। এর মধ্যে ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পর্যটক ওঠানামার জেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল জেটির মেরামতকাজ সরেজমিন পরিদর্শন ও তদারকির পাশাপাশি লোহার পাটাতন বসানোর ফলে এত দিন ধরে পর্যটকবাহী জাহাজগুলোকে ওই পথে চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, আগামী মঙ্গলবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পরীক্ষামূলক চলাচল করবে। পর্যটকদের নিরাপত্তা ও জেটির মেরামতকাজ পর্যবেক্ষণ করার পর পর্যায়ক্রমে অন্য জাহাজগুলোকে অনুমতি দেওয়া হবে।

কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মঙ্গলবার থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু করবে। এখন থেকে সেন্ট মার্টিনে ভ্রমণে আগ্রহীরা জাহাজের টিকিট সংগ্রহ করতে পারবেন।

জানতে চাইলে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ বলেন, জাহাজ চলাচলের খবরে দ্বীপের মানুষের পাশাপাশি সব শ্রেণি–পেশার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com