ব্রেকিং

x

টুইটার এ কি লিখলেন? বলিউড সুপারস্টার সালমান খাঁন

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ | ৭:০৯ অপরাহ্ণ | 1656 বার

টুইটার এ কি লিখলেন? বলিউড সুপারস্টার সালমান খাঁন

স্বাধীন টিভি অনলাইন ডেস্কঃ

বলিউডের সুপারস্টার সালমান খানের বিয়ে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় ও টিভি চ্যানেলে লিখা লিখি হয়েছে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রায়,ক্যাটরিনা কাইফ এবং হালের  ইউলিয়া ভানতুরসহ অনেক নায়িকার সঙ্গেই তার নাম জড়িয়েছে, বিয়ের রটনা রটেছে কিন্তু শেষ পর্যন্ত কারও সঙ্গেই এখন পযর্ন্ত বিয়ের পিঁড়িতে বসা হয়নি সালমানের



জীবনসঙ্গী খুঁজতেই সালমানের ৫২ বছর পার হয়ে গিয়েছে। তারপরও সালমানের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি টুইটারে সালমানের একটি পোস্ট নতুন করে ভক্তদের ভাবিয়ে তুলেছে

সালমান টুইটারে লিখেছেন, মুছে লাড়কি মিল গ্যায়া  তার মানে সালমান মেয়ে খুঁজে পেয়েছেন। ভাইজানের ওই টুইট দেখে ভক্তরা ভাবতে শুরু করেছেন, তাহলে এতদিনে বিয়ের জন্য সালমান মেয়ে খুঁজে পেলেন। শুরু হয়ে গিয়েছিল মন্তব্যের বন্যাও। কিন্তু কিছুক্ষণ পরেই নিজের জন্য নয়, সালমান তার বোনের স্বামী আয়ুশ শর্মার জন্য সিনেমার নায়িকা খুঁজে পেয়েছেন এমনটাই জানালেন লাভরাত্রিশীর্ষক সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটছে আয়ুশের। এতদিন সেই ছবির জন্য মনের মতো নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই নায়িকা খুঁজে পাওয়ার পরই আসলে সালমান খান এমন স্ট্যাটাস দিয়েছিলেন। সালমান এরপরে লিখেছেন, চিন্তার কিছু নেই। আয়ুশের ছবিলাভরাত্রিসিনেমার জন্য মেয়ে খুঁজে পেয়েছি। 

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com